অনলাইন ডেস্ক
ঈদের ছুটি শেষে রবিবার (১৬ মে) প্রথম কর্ম দিবস, সেই কর্মদিবসে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সেখানে আগের বিধিনিষেধও থাকবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন, আমরা সবকিছু এভাবে বন্ধ করে রাখতে চাই না। সবকিছুই স্বাভাবিক নিয়মে চলার জন্য খুলে দিতে চাই। কিন্তু এর জন্য শতভাগ মানুষকে মাস্ক পরতে হবে। ইতোমধ্যেই দেশের ৯০ শতাংশ মানুষ মাস্ক ব্যবহার করছেন। কিন্তু বাকি ১০ শতাংশ মানুষকে মাস্ক ব্যবহার করানো যাচ্ছে না। এটি নিশ্চিত করতে মোবাইলকোর্টও পর্যাপ্ত নয়। ফলে নির্বাহী আদেশে পুলিশকে দিয়ে আমরা এ কাজটি করাতে চাই। কারণ পুলিশের পক্ষে অলিগলিতে যাওয়া সম্ভব।
ফরহাদ হোসেন আরও বলেন, বিদ্যমান আইনে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারি। এক্ষেত্রে পুলিশের হাতে ক্ষমতা দেওয়া হলে তারা মাস্ক পরা বাধ্যতামূলক করতে সাবলীলভাবে কাজ করতে পারবে। সাধারণ মানুষ যেভাবে বাজারে গেছে, মাস্ক না পরে গ্রামের বাড়িতে গেছে এবং ভারতীয় ভ্যারিয়েন্ট ইতোমধ্যে দেশে চলে এসেছে। এসব বিষয় বিবেচনা করে আমরা আশঙ্কা করছি করোনা পরিস্থিতি আগামী ২১ মের পর থেকে আরও খারাপ হতে পারে। সে জন্যই ২৩ মে পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হচ্ছে।