শুক্রবার-৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

হাস্যোজ্জ্বল এক ছবি আপলোড করে ঈদ শুভেচ্ছা

অনলাইন ডেস্ক
দেশে ফিরেছেন গত সপ্তাহের বৃহস্পতিবার (৬ মে)। কিন্তু এখনও বাড়ি যেতে পারেননি বাংলাদেশ ক্রিকেট দলের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। আইপিএল খেলে ভারত থেকে আসায় সরকারের করোনাবিধি মোতাবেক দুই সপ্তাহের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন কাটার মাস্টারখ্যাত এ পেসার। ফলে হোটেলে কোয়ারেন্টাইনবন্দী অবস্থায় কাটাতে হচ্ছে ঈদুল ফিতর। রাজধানীর পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে সস্ত্রীক কোয়ারেন্টাইন করছেন মোস্তাফিজ। তাই বলে শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ভোলেননি তিনি। হোটেল রুমের বাইরে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল এক ছবি আপলোড করে ঈদ শুভেচ্ছা জানানোর পাশাপাশি সবাইকে করোনাবিধির কথাও মনে করিয়ে দিয়েছেন মোস্তাফিজ। তিনি লিখেছেন, ‘ঈদ মোবারক। সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। সবাই নিরাপদ থাকুন, মাস্ক পরুন এবং সামাজিক দূরত্ব মেনে চলুন।’ এর আগে বৃহস্পতিবার জাগো নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারেও একই কথা শোনা গেছে মোস্তাফিজের কণ্ঠে। ভক্তদের জন্য ঈদের শুভেচ্ছাবার্তা জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছা।’ ‘সেই সাথে একটা অনুরোধ, এই করোনাকালীন সময়ে আমরা যেন সবাই স্বাস্থ্য সচেতন হয়ে চলি। সরকারের স্বাস্থ্য নীতি মেনে সবাই মাস্ক ব্যবহার করি। সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে চলি। সৃষ্টিকর্তার দয়ায় আমরা সবাই যেন সুস্থ থেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ করতে পারি, সে কামনাই করি।’ এদিকে জাতীয় দলের একসময়কার নিয়মিত মুখ এনামুল হক বিজয় আবার ভিন্ন পথ বেছে ঈদ আনন্দ ভাগাভাগির জন্য। তিনি নিজের পেজে একটি ছবি আপলোড করে, মন্তব্যের ঘরের সবাইকে যার যার হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করতে বলেছেন।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype