
অনলাইন ডেস্ক
দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সে অনুযায়ী আজ বৃহস্পতিবার ৩০ রমজান পূর্ণ হবে। তাই আগামী শুক্রবার পালিত হবে মুসলিমদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বুধবার বাদ মাগরিব চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এমনটাই জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করছেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। এছাড়া সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।