
অনলাইন ডেস্ক
মহামারি সৃষ্ট এই ভাইরাসের বর্তমান হটস্পট ভারত। দেশটিতে দৈনিক মৃত্যুর সংখ্যাও সাড়ে তিন হাজারের বেশি। তবে গত কয়েকদিনের তুলনায় সংক্রমিত রোগীর সংখ্যা সামান্য হারে কমেছে। মঙ্গলবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ২৯ লাখ ৯২ হাজার ৫১৭ জন। আক্রান্তদের মধ্যে মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৪৯ হাজার ৯৯২ জনের।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে ১৮ লাখ ৫০ হাজার ১১০ জনের নমুনা পরীক্ষায় তিন লাখ ২৯ হাজার ৯৪২ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর আগে গত ২৭ এপ্রিল রোগী শনাক্ত সাড়ে তিন লাখেরও কম ছিল।