শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মোদিকে সমবেদনা জানিয়ে শেখ হাসিনার চিঠি

বিপর্যস্ত ভারত করোনা ভাইরাসের নতুন ধরন ও দ্বিতীয় ঢেউয়ে। করোনায় ওই দেশের যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা ও প্রার্থনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক চিঠির মাধ্যমে এ প্রার্থনা জানানো হয়।

১০ মে (সোমবার) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রতি বাংলাদেশের দৃঢ় সহমর্মিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, বাংলাদেশ-ভারত সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে একসঙ্গে করোনা মোকাবিলার বিষয়েও অঙ্গীকারবদ্ধ।

সোমবার দেশটিতে ৩ হাজার ৭ ‘শ ৪৮ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। ৯ মে (রবিবার) দেশটিতে আক্রান্ত হয়েছিলেন ৪ লাখ ৩ হাজার ৭ ‘শ ৩৮ জন এবং মৃত্যু হয়েছিল ৪ হাজার ৯২ জনের।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype