

নিজস্ব প্রতিনিধি
মানবাধিকার বিষয়ক সংগঠন বাংলাদেশ মানবাধিকার এসোসিয়েশনের পক্ষ থেকে আজ ৮ মে শনিবার দুপুর ২টায় নগরীর মোসুমী আবাসিক এলাকাস্থ চৈতালী ভবনের চৈতালী হলে নগরীর শতাধিক দুস্থ-অসহায় মানুষ ও শিল্পীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন সংগঠনের চেয়ারম্যান, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক অ্যাডভোকেট কামরুন নাহার বেগম। সংগঠনের পক্ষ থেকে এবং ব্যক্তিগত ফান্ড থেকে শতাধিক দুস্থ মানুষ ও শিল্পীদের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অধ্যাপক অ্যাডভোকেট কামরুন নাহার বেগম বলেন, মানুষের জন্য কিছু করতে পারলে নিজের ভালো লাগে এবং মানুষের সুখে-দুঃখে পাশে থেকে যেকোনো ভালো কাজে এগিয়ে আসলে মানবিক চেতনার বোধ জাগ্রত হয়। সকল মানুষের নিজ নিজ দায়িত্ববোধ থেকে সাধারণ মানুষের কল্যাণে কাজ করা উচিত। মানুষ মানুষের জন্য-এই প্রতিপাদ্যকে মানুষের মৌলিক চিন্তাচেতনায় ধারণ করে এগিয়ে এলে এলাকার পিছিয়ে পড়া মানুষগুলো সুন্দর আগামী ফিরে পাবে। এ সময় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সমাজকল্যাণ সম্পাদক মো. হাসান মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক স ম জিয়াউর রহমান, সদস্য সাথী কামাল। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল বশর, সহ-সভাপতি মো. জসিম উদ্দিন চৌধুরী।