
করোনায় বিশ্বের অনেক খেলাই হুমকির মধ্যে রয়েছে। আইপিএল এরপর এবার এএফসি কাপে মালদ্বীপে বসুন্ধরা কিংসের খেলা ছিল সেটিও স্থগিত হয়ে যাচ্ছে।
আনুষ্ঠানিক ঘোষণা এএফসি এখনো আসেনি। তবে স্থগিত হতেও সময় লাগবে না, যেকোনো সময় আনুষ্ঠানিক ঘোষণা চলে আসতে পারে এএফসি হতে। ১৪ মে হতে মালদ্বীপে এএফসি কাপে ডি গ্রুপ পর্বের খেলা শুরু হওয়ার কথা ছিল।
বাফুফে এরই মধ্যে এএফসি সঙ্গে কথা বলে জানতে পেরেছে মালদ্বীপে এএফসি কাপের গ্রুপ পর্বের খেলা না হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ মালদ্বীপে করোনার প্রকোপ প্রচণ্ডভাবে বৃদ্ধি পেয়েছে।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ৬ মে (বৃহস্পতিবার) সংবাদমাধ্যমকে জানিয়েছেন মালদ্বীপে এখন লকডাউন চলছে বা শুরু হবে। এই মুহুর্তে সেখানে এএফসি কাপে খেলা সম্ভব না।
তিনি বলেন, ‘আমরা এএফসি সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। দুই একদিনের মধ্যে এএফসি চূড়ান্ত কিছু জানাবে মনে হচ্ছে।’
এএফসির সঙ্গে বাফুফের যে কথা হয়েছে তাতে বসুন্ধরা কিংস আর এএফসি কাপে যাওয়ার সম্ভাবনা দেখছে না। যদিও এ বিষয় নিয়ে কথা বলতে চাইলে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসানকে পাওয়া যায়নি।
তবে লিগের খেলা চলাকালীন আলোচনায় তিনি জানিয়ে দিয়েছিলেন ১০ মে মালদ্বীপে তার দল পৌঁছাবে। প্রথমে হোটেলে থাকতে হবে সেখানেই জিম, সুইমিং সহ অনুশীলনের অন্যান্য কাজ সারবে।
আর ম্যাচের দুই দিন আগে অনুশীলনের জন্য মাঠ পাবে। এর আগে প্রস্তুতির জন্য অনুমতি চাইলেও মালদ্বীপ সেটা দেয়নি।
এসব কড়াকড়ি নিয়ম করা হয়েছিল করোনার আতঙ্কে। মালদ্বীপ হতে একই কথা বলা হয়েছিল ভারতের মোহনবাগানকেও।
১৪-২০ মে পর্যন্ত মালদ্বীপে এএফসি কাপে বসুন্ধরা কিংসের খেলা হওয়ার কথা ছিল। এখন যদি এএফসি কাপ না হয় তাহলে এই খেলা কবে হবে। এটা প্রশ্ন কারণ জুনে কাতারে বিশ্বকাপ বাছাইয়ের খেলা রয়েছে।
সেখানে বাংলাদেশ, ভারত, ওমান খেলবে। এএফসি এই বিষয়টি নিয়ে কিভাবে দেখছে তা নিয়ে এখনই চূড়ান্ত কিছু বলতে পারছে না বাফুফে। আবু নাঈম সোহাগ বলছেন মনে করছেন হয়ত এএফসি কাপের খেলা জুনে হতে পারে।
তার আগে দেখি এএফসি হতে কি বলে। গ্রুপ পর্বে বসুন্ধরার প্রতিপক্ষ মোহনবাগান, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস, চতুর্থ দল প্লেঅফ হতে নির্ধারণ হবে। প্লেঅফে আবাহনী ছিল। ম্যাচ আয়োজন করতে না পারায় আবাহনীতে বাদ দিয়েছে এএফসি।