শুক্রবার-১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ-১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ-১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

আঁচলস মম কুকিং’র ইফতার ও নগদ অর্থ বিতরণ

আধুনিক, রুচিসম্মত ও ঘরোয়া পরিবেশে রান্না বিষয়ক অনলাইন ভিত্তিক প্লাটফর্ম আঁচলস মম কুকিং এর আত্ম প্রকাশ উপলক্ষে আজ ৭ মে (শুক্রবার) বিকাল ৭টায় নগরীর পাহাড়তলীস্থ রেলওয়ে স্কুল সংলগ্ন চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহণ শ্রমিকলীগের কার্যালয়ে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও নগদ অর্থ বিতরণ করা হয়।

আঁচলস মম কুকিং এর কর্ণধার আঁচল চক্রবর্তীর সভাপতিত্বে এ ইফতার ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সহ-সভাপতি ও ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি, অনলাইন এক্টিভিটর মো: জসিম উদ্দিন চৌধুরী।

উদ্বোধক ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলশী থানা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস.এম. লিয়াকত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মো: হাসান মুরাদ, কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক সাথী কামাল,

ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সাধারণ সম্পাদক স ম জিয়াউ রহমান, চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহণ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো: কালিম শেখ,

ভাড়াটিয়া পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আবু হানিফ জনি, বাংলাদেশ যুব মহিলা লীগ ৭নং আকবরশাহ ওয়ার্ড সভানেত্রী সাজেদা বেগম সাজু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাঙ্গুনিয়া উপজেলা শাখার সহ-সভাপতি মো: কামাল হোসেন, ক্রীড়া সংগঠক বায়েজিদ ফরায়েজী।

আঁচলস মম কুকিং এর কর্ণধার আঁচল চক্রবর্তী তাঁর বক্তব্যে বলেন, বিশ্ব এখন অনলাইনের ভিত্তিতে এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে বাংলাদেশও পিছিয়ে নেই। আর এ অনলাইন জগতে বাংলাদেশের ছেলে-মেয়েরা মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছে।

এর ধারাবাহিকতায় অনলাইন প্লাটফর্ম আঁচলস মম কুকিং এর যাত্রা। এসময় তিনি আরো বলেন, পরিবেশ সম্মত, রুচিশীল ও সহজলভ্য খাদ্য পরিবেশনের অঙ্গিকার নিয়ে এবং লভ্যাংশের অর্ধেক অনাথ ও অসচ্ছলদের জন্য ব্যয়ের প্রস্তুতিতে আঁচলস মম কুকিং এর আগমন।

আত্মপ্রকাশ অনুষ্ঠান শেষে শতাধিক অসচ্ছল, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার এবং ১০ জন বিশেষ অসহায় ব্যক্তিদের মাঝে নগদ অর্থের ভালবাসার খাম তুলে দেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype