
বেঞ্জামিন নেতানিয়াহুকে সরকার গঠন করতে হতো ইসরায়েলে ৪মে (মঙ্গলবার) মধ্যরাতের মধ্যে। কিন্তু প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় প্রেসিডেন্টের অফিসকে নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন, তিনি সরকার গঠন করতে পারবেন না।
এবার সে দেশের প্রেসিডেন্ট অন্য দলকে সুযোগ দেবেন। তারা যদি পারে, তাহলে বিরোধী দলের আসনে বসবেন নেতানিয়াহু এবং তার দলের নির্বাচিত সদস্যরা।
রাজনৈতিক বিমেষজ্ঞরা বলছেন, প্রেসিডেন্ট রিভলিন এবার ইয়াইর ল্যাপিদকে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে পারেন। তিনি এখন জোট সরকার গঠন করার চেষ্টা করবেন। সাবেক টিভি অ্যাঙ্কর তিনি এবং নেতানিয়াহুর তীব্র বিরোধী।
নেতানিয়াহুর সাবেক জোটসঙ্গী বেনেট আছেন, তিনি ডানপন্থী দলের নেতা। প্রেসিডেন্ট তাকেও সরকার গঠনের জন্য ডাকতে পারেন।
প্রসঙ্গত, ইসরায়েলে গত দুই বছরে চারবার ভোট হয়েছে। সে দেশের নেতারা জোট গঠন করতে হিমশিম খাচ্ছেন। সর্বশেষ নির্বাচন হয়েছে এ বছরের মার্চে। কোনো দল যদি সরকার গঠন করতে না পারে, তাহলে দুই বছরে পাঁচবার ভোট হবে ইসরায়েলে।