
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর চিন্তা-ভাবনা করছে। এ পরীক্ষা এক সপ্তাহ পেছানো হতে পারে। কিন্তু কী কারণে পেছানো হবে?
গণমাধ্যমকে এর কারণ জানিয়ে বিপিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেছেন, ‘আগামী ১৫ অক্টোবর সনাতন ধর্মাবলম্বীদের বিজয়া দশমী। যদি এটা ঠিক থাকে, তাহলে পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হবে। কারণ, এসব বড় পরীক্ষা সাধারণত শুক্রবার নিতে হয়।’
এদিকে ৪৩তম বিসিএস আবেদনের সময় ৩১ জানুয়ারির পরিবর্তে ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়। পরে আবার তা দুই মাস বাড়িয়ে দেওয়া হয়। সে অনুসারে মে মাসের শেষদিন পর্যন্ত প্রার্থীরা এতে আবেদনের সুযোগ পাবেন।
৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩’শ জন, পুলিশে ১’শ, পররাষ্ট্রে ২৫, শিক্ষায় ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।