

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী সদস্য রাউজান উপজেলাধীন আবুরখীল গ্রামের বিশিষ্ট সমাজসেবক, সংগঠক চরণ প্রসাদ মুৎসুদ্দি আজ সন্ধ্যা সাড়ে ৬ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেন ( অনিচ্ছা বত সংখারা…)।
বর্তমানে তাঁর শবদেহ নব পণ্ডিত বিহার রাখা হয়েছে । আগামীকাল গ্রামের বাড়ি আবুরখীলে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গেছে।
ঊনার মৃত্যুতে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ এর সভাপতি, ঢাকা ধর্মরাজিক মহাবিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব শাখার পক্ষ থেকে ঊনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন । এছাড়া ও আবুরখীল তালুকদার পাড়া প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদ, আবুরখীল সত্যেন্দ্র মায়া ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক রতন বড়ুয়া ও গভীর শোক প্রকাশ করেছেন।