সোমবার-১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

উরকিরচরে প্রধানমন্ত্রীর উপহার পেল ৫ ‘শ নারী পুরুষ

রাউজান প্রতিনিধি :

চট্টগ্রামের রাউজান উপজেলায় উরকিরচর ইউনিয়নে ১ মে (শনিবার) ইউনিয়ন পরিষদ চত্বরে পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৫ ‘শ নারী পুরুষকে নগদ অর্থ বিতরণ করা হয়।

এতে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল এর সভাপতিত্বে

সচিব হোছাইন মো. তবারক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি অতীশ দর্শী চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, উপজেলা টেক অফিসার সাব্বির আহমদ,

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এস এম হারুনুর রশিদ, সৈয়দ নাছির মেম্বার, আলহাজ্ব মো. আয়ুব,এস এম জাহাঙ্গীর আলম সুমন, মহিউদ্দিন ইমন, শেখ মফিজুর রহমান, অলকেস বড়ুয়া, রুপায়ন বড়ুয়া কাজল,

ইউপি সদস্য জয়া রানী বড়ুয়া, ফাতেমা খাতুন, জানে আলম, রফিকুল আলম, নুরুল আবছার,তাপস বড়ুয়া, অমিত বিজয় বড়ুয়া, সেলিম উদ্দিন, মোহাম্মদ সালাউদ্দিন তালুকদার, শেখ নুরুল আজিম জুয়েল, এমরান হোসেন মনির, মো. রায়হান সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype