মঙ্গলবার-১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রামগড়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নগদ অর্থ বিতরণ

 রামগড় (খাগড়াছড়ি); উপজেলা সংবাদদাতাঃ খাগড়াছড়ির রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়নে ঈদ-উল- ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার (১ মে) সকাল ১১টায় লাকুপাড়ায় ১নং রামগড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ জনপ্রতি ৫শ টাকা সুবিধাভোগী ব্যক্তিদের হাতে তুলে দেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী। করোনাকালীণ লকডাউনে নিন্ম আয়ের কর্মহীন অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এবং ঈদ-উল-ফিতর উপলক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের (জি আর) বরাদ্দে প্রতি জনকে ৫শ টাকা বিতরণ করেন। এতে আরো উপস্থিত থেকে অসহায়দের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলেদেন, রামগড় উপজেলা নির্বাহী অফিসার মু. মাহমুদ উল্লাহ মারুফ, রামগড় ১নং ইউপি চেয়ারম্যান শাহ আলম মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, সহকারী প্রোগ্রামার রেহান উদ্দিন, ইউপি সচিব বিজয় চাকমা সহ স্থানীয় সাংবাদিকদ্বয়। ১নং ইউপি চেয়ারম্যান শাহ আলম মজুমদার এ প্রতিনিধিকে জানান, প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে আজ ইউনিয়নের ৫ শত পরিবারের মাঝে নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া আগামীকাল ৬ শত ৯ জনকে ভিজিডি ও পরেরদিন ৭শত ৩৪ জন ভিজিএফ কার্ডধারী সুবিধাভোগীরা সরকারী সহায়তা পাবেন। এসময় উপজেলা পরিষদের পক্ষ থেকে ১টি করে মাস্ক বিতরণ করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype