রবিবার-১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মানবতাবাদী বৌদ্ধ ভিক্ষু আনন্দমিত্র মহাথের চন্দ্রজ্যোতি মহাথের স্বর্নপদকে ভুষিত

রাউজান প্রতিনিধি
রাউজান উপজেলার পূর্বগুজরা সার্বজনীন ,মৈত্রী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ- উপসংঘনায়ক , বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা যুব কতৃক স্বর্ণ পদক প্রাপ্ত, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু সন্মিলনীর প্রতিষ্ঠাতা সভাপতি বহু সংঘঠনের সাথে যার নিবির সম্পর্ক ,দুস্থ মানুষের সহায়ক ভদন্ত আনন্দ মিত্র মহাথেরো বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২২ তম সংঘনায়ক চন্দ্রজ্যোতি মহাথেরো স্বর্ণ পদকে ভুষিত হচ্ছেন । আজ বিকাল ৩টায় পূর্বগুজরাস্থ সার্বজনীন মৈত্রী বিহারে স্বাস্থ্যবিধি মেনে এক সংবর্ধনার আয়োজন করা হয়েছে । স্বর্নপদকে ভুষিত হওয়ায় বৌদ্ধ পল্লী রকেট সংঘের কর্মকর্তা ও বিভিন্ন সংগঠন ভদন্ত আনন্দ মিত্র মহাথের কে ফুল ও সম্মাননা স্মারক দিয়ে শ্রদ্ধা জানাবেন ।  আজকের অনুুুুুষ্ঠানের   আয়োজক পূর্বগুজরা সার্ব জনীন মৈত্রী বিহার পরিচালনা কমিটি, বৌদ্ধ পল্লী রকেট সংঘ, অমৃতা নন্দ স্মৃৃৃৃতি সংঘ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype