শনিবার-২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ-৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ-৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ঢাকার নবাবগঞ্জ বাসস্ট্যান্ডে আগুনে পুড়েছে ৯ বাস

ঢাকার নবাবগঞ্জের বাসস্টেন্ডে আগুনরেগেছে। ফাইল ছবি।

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা বাজার বাসস্ট্যান্ডে। এতে স্ট্যান্ডে থাকা অন্তত ৯টি বাস পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

২৮ এপ্রিল (বুধবার) সকাল সাড়ে ৯টায় আগুন লাগার এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসস্ট্যান্ডের পাশে থাকা একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় বাসস্ট্যান্ডে এন মল্লিক পরিবহনের কয়েকটি বাস রাখা ছিল। আগুনে বেশ কয়েকটি বাস ও পাশের কয়েকটি দোকান পুড়ে যায়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভাতে কাজ করছে।

নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক জসিম উদ্দিন বলেন, ‘অগ্নিকাণ্ডে পার্কিং করে রাখা অন্তত পাঁচটি বাস ও কিছু দোকান পুড়ে গেছে। দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভাতে কাজ করছে। আগুনের সূত্রপাত কিভাবে হলো তা এখনো জানা যায়নি।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype