বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে। এ ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের আরও তিন জন।
আজ ২৮ এপ্রিল (বুধবার) সকালের এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফজলুল মিয়া (৪৮) ও ফখরুল মিয়া (৫০) তারা মধুরাপুর গ্রামের বাসিন্দা মনাফ মিয়ার ছেলে।
আহতরা হলেন- শাবনুল মিয়া, হাবিব মিয়া ও লাদেন মিয়া। বর্তমানে তারা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন। বজ্রপাতে আহতরা সবাই ধানকাটার শ্রমিক বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুই ভাই শ্রমিক নিয়ে গ্রামের বাড়ির জমিতে ধান কাটার কাজ করতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।