লোহাগাড়া প্রতিনিধি :
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড১৯) এর সংক্রমণ বৃদ্ধির কারণে সারাদেশে চলছে লকডাউন। এমন কঠিন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া’র পক্ষ থেকে উপহার হিসাবে পাঠানো ইফতার সামগ্রী হাতে পেলেন জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া শাখার নেতৃবৃন্দ।
আজ ২৭এপ্রিল (মঙ্গলবার) বিকেল ৩টার সময় বটতলী স্টেশনস্থ আওয়ামীলীগ নেতা শহিদুল কবির সেলিম এর অফিসের সামনে থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা শহিদুল কবির সেলিম ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের হাত থেকে পাঠানো ইফতার সামগ্রী গ্রহণ করেন,
জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়ার সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাষ্টার মোহম্মদ মিয়া ফারুক ও
সাধারণ সম্পাদক ও উপজেলা কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রকসী সিকদার এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক, সাতকানিয়া লোহাগাড়া বৌদ্ধ যুব সমিতির সভাপতি সাংবাদিক দেশপ্রিয় বড়ুয়া সহ সকল সাংবাদিক নেতৃবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন, যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাজ্জাদ হোসেন অভি,
সাংবাদিক জাহাঙ্গীর আলম তালুকদার, রতন দাস, মাহমুদুল হক, কামরুল ইসলাম, সিহাব, আলমগীর, এনাম,কাউছার, সহ অনেক সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয় সকল সাংবাদিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া’র জন্যে নীরোগ দীর্ঘায়ু জীবন প্রার্থনা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।