
‘মিস্টার আকন্দ আপনি শখের বশে রিট করবেন না। এ ধরনের রিট করলে খারিজ করে জরিমানা করা হবে। জরিমানা দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন।’ সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দকে সতর্ক করে বলেছে হাইকোর্ট।
২৭ এপ্রিল (মঙ্গলবার) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এমন মন্তব্য করেন।
মঙ্গলবার আদালতে শুনানির শুরুতে ইউনুছ আলী আকন্দ চিকিৎসক-পুলিশ ও ম্যাজিস্ট্রেটের বাগবিতণ্ডার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন ও লকডাউন স্থগিত চেয়ে রিট শুনানির জন্য উপস্থাপন করেন।
আদালত বলেন, ‘মিস্টার আকন্দ আপনি শখের বশে রিট করবেন না। চিকিৎসক-পুলিশ ও ম্যাজিস্ট্রেটের বাগবিতণ্ডার ঘটনায় রিট করার লোকাস স্ট্যান্ডি (আবেদনের এখতিয়ার) আপনার নেই।
এটা আগেই বলেছি। এ ধরনের রিট রিজেক্ট করলে হেভি কস্ট (জরিমানা) দিয়ে রিজেক্ট করব। প্রিপেয়ার থাকবেন।’এর আগেও রিট করার বিষয়ে হাইকোর্টের কয়েকটি বেঞ্চ ইউনুছ আলী আকন্দকে জরিমানা করেন।