
মহামান্য ২৯তম সংঘনায়ক প্রিয়শীলি অধ্যাপক বনশ্রী মহাথেরোর সভাপতিত্বে নব পন্ডিত বিহার মিলনায়তনে ২৫ এপ্রিল (রবিবার) অষ্ট উপকরণ সহ সংঘদান ও স্মৃতি-চারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুস্ঠানে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ-সভাপতি সদ্য প্রয়াতঃ মৃদুল কান্তি চৌধুরীর কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা ও স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন অনুস্ঠানের প্রধান অতিথি উনাইনপুরা লঙ্কারাম বিহারাধ্যক্ষ ভদন্ত বোধিমিত্র মহাথেরো,
এস.শাসনবংশ থেরো, সুনন্দ থেরো, নব পন্ডিত বিহারের উপাধ্যক্ষ তণহংকর ভিক্ষু, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের যুগ্ম মহাসচিব দেবপ্রিয় বড়ুয়া, সহ-সভাপতি কমলেন্ধু বিকাশ বড়ুয়া, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৌ: পরিতোষ কুমার বড়ুয়া,
সহ-সভাপতি স্বদেশ কুমার চৌধুরী, সরিৎ চৌধুরী সাজু, অধ্যক্ষ দীপক তালুকদার, দীপঙ্কর চৌধুরী, শিক্ষক প্রসেঞ্জিত তালুকদার। পঞ্চশীল প্রার্থনা করেন কাজল বড়ুয়া।
পূর্বাহ্নে সমবেত ত্রিরত্ন বন্দনা, বুদ্ধপুজা সহ সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নব পন্ডিত বিহারের বিহারাধ্যক্ষ অধ্যাপক উপানন্দ মহাথেরো।
পরে মহামান্য সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথেরো অস্ট উপকরণ সহ সংঘদান পরিচালনা করেন। পূণ্যপত্তিদান করেন আজকের প্রধান অতিথি ভদন্ত বোধিমিত্র মহাথেরো।