

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ২৫ এপ্রিল (রবিবার) বিকাল ৩টায় হাজী আমিন রোডের একটি পুরাতন ভবনে এ ঘটনা ঘটে।
মৃত নির্মাণ শ্রমিক রাউজান উপজেলার কমলবতি চৌধুরীবাড়ির বাদশা মিয়ার ছেলে মো. ইউনুছ (২৪)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া জানান, খাতুনগঞ্জে একটি পুরাতন ভবনে কাজ করতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে যান ইউনুছ।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।