
আতিকুর রহমান রিয়াজ
সীতাকুণ্ড প্রতিনিধি
—————————-
বিজয় স্মরনী কলেজের ব্যবস্থাপনা বিভাগের লেকচারার/প্রভাশক রহিমা আক্তার ফারজানা। তিনি মহৎ ও আদর্শ একজন মানুষ..বর্তমানে তার লিখা একটি বই বের হয়েছে ২১শে বই মেলায়।যার নাম মেঘ রদ্দুর ফ্রেমে।
তার লিখা গুলোর মধ্যে.
“তেলবাজ আক্কাস ”
রহিমা আক্তার ফারজানা
আক্কাস তেলবাজ
বেচে খায় শরম ও লাজ
রন্ধ্রে রন্ধ্রে বুঝি
অকারণ পোছপাচ!!!
তোষামোদী চাপাবাজী
বংশের ধারা সে কি
ছেলেটাও দেখো দেখি
সেই পথে আছে রাজি।
জ্বি স্যার, জ্বি স্যার
এই টাই বুলি তার
হাতখানা কচলিয়ে
দিনমান করে পার।
বকাঝকা লাথি ঘুষায়
অরুচি নেই তার
পকেট টা ভারি হউক
প্রার্থনা এই তার!!!
গোবরতে ঠাসা মাথা
টেনেটুনে পাস তাই
তেল মেরে কাজ করা
যোগ্যতা একটাই।
চাপাবাজ আক্কাস
স্বভাবটা মন্দ
ফায়দাটা বুঝে নেয়
লাগিয়ে দ্বন্দ্ব।
তেলবাজি করে সেতো
এসে গেছে বহুদূর
পেয়ে গেছে আরো বেশি
প্রয়োজন যদ্দুর।
গাড়ি বাড়ি সবি হলো
খায়েশ তো মিটে না
আরো বেশি পাওয়া গেলে
মন্দ হতো না।
বউটাও তার চেয়ে
এক ডিগ্রি উচ্চ
বিদেশেতে বাড়ি চাই
না হয় সব তুচ্ছ।
লিমোজিনে চড়ে বসে
সাথে দামী গয়না
শেরাটনে খানা খায়
ঘরে মন রয় না।
ছেলেমেয়ে পড়ে তার
বিদেশের মাটিতে
এই দেশে আছে নাকি
পড়াশোনা আদোও তে???
চাপাবাজ আক্কাস
আস্ত ধড়িবাজ
পকেটে তে নিয়ে ঘুরে
প্রশাসন সাত পাঁচ।
তেলবাজি করে এবার
নমিনেশন পেয়েছে
কি বলিস যা তা
এই তো সেরেছে!!!!
একা একা কতো খাবে
শেষ তো হয়না
গুষ্টি শুদ্ধো খেতে
তর বুঝি সয় না?
খাবারের আয়োজন
আরো বেশি বেড়েছে?
খেতে গিয়ে শেষে নাকি
পটলটা তুলেছে।
২:-
” ছদ্মবেশ ”
রহিমা আক্তার ফারজানা
শয়তানরে বলি কেন রে বাছা
বাংলা ছাড়ি যাও কেন তুমি চলে?
তবে কি বাংলার মানুষ যোগ দিয়েছে
সব সাধু সন্ন্যাসীর দলে?
শয়তান বলে কস্মিনকালেও
ভাবিবেন না আমি শেষ
বাঙ্গালীর কাছে হার মানিয়া
আমি যাইবো নিরুদ্দেশ
দুঃখ সমেত যাইতেছি চলিয়া
আসিব না হেথা আর
জারিজুরি সব বিলীন করিয়া
লইয়াছি আরো ধার
হেথা যদি আর ক্ষণ কাল থাকি
বিষম খাইবো শেষে
মোর পেশাটি কাড়িয়া লইয়া
ওরা আজ আছে বেশ সুখে
শয়তানিতে আছে কিছু সীমা
আর আছে কিছু বোধ
ওরা জানে শুধু খুনোখুনি
বিপরীতে নিতে প্রতিশোধ
ঝড়,খরা, মহামারিতে
ওরা নয় মোটেই শঙ্কিত
উল্লাসে আরো করিতেছে চুরি
পাপে সাদা কাফন রঞ্জিত
এমন দুর্যোগে তওবা পড়িয়া
সবে চাহে যেথা আশীর্বাদ
দালাল বদমাইশ বাঙ্গালীগুলাই
মানুষের রিজিক করিতেছে বরবাদ
বেবাক দুনিয়া ত্রাহি ত্রাহি রবে
যেথা আজ দিশেহারা
এ জাতিই কেবল
চুরি,খুন,গুমে মাতোয়ারা
শয়তান হাসিয়া আরো দুইখান কথা
কহে মোর কানে কানে
বাঙ্গালী জাতিরে কুর্নিশ করি
মানি গুরু মনে প্রাণে।