রবিবার-১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মানুষকে বাঁচাতে গিয়ে আহত হয়েছি : নোবেল

কণ্ঠশিল্পী নোবেল। ফাইল ছবি।

‘আমি যে দুর্ঘটনার শিকার হয়েছি এতে আমার বিন্দুমাত্র আফসোস হচ্ছে না। কারণএকজন মানুষকে বাঁচাতে গিয়ে আহত হয়েছি আমি। চিকিৎসক আমাকে সাত দিন বেড রেস্ট নিতে বলেছেন। তবে ইন্টার্নালি কোনো সমস্যা হয়েছে কি না সেটা জানার জন্য সাত দিন পর আবার টেস্ট করালে।’ বলছিলেন কণ্ঠশিল্পী নোবেল।

২২এপ্রিল (বৃহস্পতিবার) ইফতারের আগে রাজধানীর বনানী ক্লাবের পাশে দুর্ঘটনায় আহত হন ভারতের

‘সারেগামাপা’ থেকে উঠে আসা বাংলাদেশের কণ্ঠশিল্পী নোবেল। এ সময় তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন বলে জানিয়েছেন।

নোবেল এ দুর্ঘটনায় মাথার তালুতে ১২টা আর বাঁ পাশের ভ্রুতে ১৮টা; মোট ৩০টা সেলাই দিতে হয়েছে।

নোবেল বলেন, ‘গতকাল ইফতারের দাওয়াতে যাওয়ার পথে বনানী ক্লাবের পাশের একটি জায়গায় দুর্ঘটনাটি ঘটে।

তখন আমার মোটরসাইকেলের সামনে হঠাৎ করেই একজন বয়স্ক লোক অসতর্কভাবে চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে আমি আহত হই।’

তবে নোবেল এখন সঙ্কামুক্ত আছেন। ভক্ত ও তার শ্রোতাদের কাছে দোয়া চেয়েছেন।

একের পর এক প্রকাশ করছেন মৌলিক গান। আগামী ঈদেও নোবেলের কণ্ঠে নতুন গান আসবে বলে জানালেন তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype