শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বিমানবন্দরে অস্ত্রসহ চিকিৎসক দম্পতি আটক

চিকিৎসক দম্পতিকে বিমানবন্দরেই আটকে দেওয়া হয়েছে ঘোষণা না দিয়ে অস্ত্র-গুলি নিয়ে অভ্যন্তরীণ ফ্লাইটে উঠার কারণে।

২২ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ৯টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে তাদের ঢাকা থেকে যশোর যাওয়ার কথা ছিল।

অভিযুক্তরা হলেন ডা. মোসাহিদ রহমান এবং তার স্ত্রী ডা. তানজানা মাহিনুর।

বিমানবন্দর সূত্র জানায়, ওই ডাক্তার দম্পতির হজরত শাহজালাল বিমানবন্দর থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে যশোর যাওয়ার কথা ছিল।

বিমানবন্দরে তল্লাশিকালে স্ক্যানার মেশিনে একজনের হ্যান্ডব্যাগের ভেতর একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলির অস্তিত্ব মনিটরে ভেসে উঠে।

বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা ব্যাগ থেকে অস্ত্রগুলো উদ্ধার করে। এসময় চিকিৎসক দম্পতি অস্ত্রটি বৈধ বলে

দাবি করলেও প্লেনে উঠার আগে নিয়ম অনুযায়ী ঘোষণা দেয়নি। পরে ওই দম্পতিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী জানান, ওই চিকিৎসক দম্পতি অস্ত্রটির লাইসেন্স আছে বলে দাবি করেছেন, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

অস্ত্রসহ প্লেনে উঠতে হলে নিয়ম অনুযায়ী ঘোষণা না দেওয়ার কারণ জানতে চাওয়া হয়। উত্তরে তারা বলেছেন, খেয়াল ছিল না।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype