শুক্রবার-৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ভার্চুয়ালি পরিচালিত হচ্ছে আদালত

করোনাভাইরাস প্রতিরোধে কঠোর লকডাউনের এই অবস্থায় ভার্চুয়ালি পরিচালিত হচ্ছে আদালতের কার্যক্রম।

লকডাউনে ভার্চুয়াল আদালতের ছয় কার্যদিবসে মোট ২০ হাজার ৯ শ ৫৩টি মামলায় ১২ হাজার ২ শ ৫৮ জন আসামিকে জামিন দেওয়া হয়েছে।

২১ এপ্রিল (বুধবার) সকালে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান।

তিনি বলেন, ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর ছয় কার্যদিবসে ২০ হাজার ৯৫৩টি মামলার শুনানি করা হয়েছে। শুনানি শেষে ১২ হাজার ২ শ ৫৮ জন আসামিকে জামিন দিয়েছেন বিচারিক আদালত ও ট্রাইব্যুনালের বিচারকরা।

করোনা পরিস্থিতি মোকাবেলায় গত ৫ এপ্রিল সীমিত পরিসরে কোর্ট খোলা রাখার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বেঞ্চে ভার্চুয়ালি ৪ বেঞ্চ সপ্তাহে তিন দিন আপিল বিভাগ খোলার রাখার সিদ্ধান্ত জানানো হয়।

আর সারা দেশের মহানগর ও জেলা আদালতগুলোতে ১টি করে ম্যাজিস্ট্রেট কোর্ট খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype