শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

থাইল্যান্ডের সাথে চাল আমদানির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বাংলাদেশ ও থাইল্যান্ড উভয় দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সরকার থেকে সরকার (জিটুজি) পর্যায়ে চাল আমদানি ও রফতানির লক্ষ্যে আজ ২০ এপ্রিল (মঙ্গলবার) স্বাক্ষরিত হয়েছে।

সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, সমঝোতা স্মারকের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আগামী ২০২৬ সাল পর্যন্ত প্রতিবছর প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ ১০ লাখ টন চাল থাইল্যান্ড থেকে আমদানি করতে পারবে।

উল্লেখ্য, উভয় দেশ প্রয়োজনে সমঝোতা স্মারকের মেয়াদ ইচ্ছে করলে বৃদ্ধি করতে পারবে।

থাই সরকারও প্রতিবছর বাংলাদেশের চাহিদা অনুযায়ী তাদের উৎপাদন অবস্থা বিবেচনায় রেখে আন্তর্জাতিক মূল্যে বাংলাদেশে চাল রফতানি করতে সম্মত হয়েছে।

অনলাইনে সংযুক্ত হয়ে বাংলাদেশের পক্ষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং থাইল্যান্ডের পক্ষে থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রী জুরিন লাকসানা উইস্ট সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype