
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ডবলমুরিং থানার ইফতার ও সেহেরী বিতরণ চলমান
মো. জাবেদুর রহমান : চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ডবলমুরিং থানার উদ্যোগে ফ্রি ইফতারি এন্ড সেহেরী শপ ১ম রমজান থেকে প্রতিদিন দরিদ্র ও কর্মহীন ছিন্নমূল এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে আগত রোগী ও রোগীর এটেনডেন্টের জন্য প্রতিদিন ৩শ পেকেট ইফতারি ও সেহেরী আজ ১৮ এপ্রিল (রবিবার) ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন বিতরণ করেন।
ডবলমুরিং মডেল থানার অফিসার ইন্চার্জ মোহাম্মদ মহসীন ইতিহাস ৭১ টিভিকে জানান, প্রথম রমজান থেকে আমাদের এ ইফতার ও সেহেরী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে পুরো রমজান জুড়ে অব্যাহত থাকবে পাশাপাশি প্রবাসী এবং
সমাজের বিত্তশালীরা নিজের নাম গোপন রেখে ইফতার ও সেহেরী প্রদান করে চলেছেন। এভাবে সমাজের বিত্তশালীরা যদি এগিয়ে আসেন তাহলে সমাজের দরিদ্র নিম্নশ্রেণীর লোকরা এবং লকডাউনে কর্মহীন সাধারণ লোকগুলো কেউ আর না খেয়ে থাকবেনা।
এ সময় আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের করোনা কালীন প্রতিষ্ঠাতা উপদেষ্টা ইঞ্জিনিয়ার জাবেদ আফছার চৌধুরী ইতিহাস ৭১ টিভিকে বলেন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ডবলমুরিং মডেল থানার এই যে ফ্রি ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করছেন তা প্রশংসার দাবি রাখে।
তাদের এ মহতী উদ্যোগে উপকৃত হচ্ছে হাসপাতালে আগত রোগী ও রোগীর এটেনডেন্টদের। কারণ করোনার প্রকোপ নিয়ন্ত্রণের জন্য সরকার ঘোষিত লকডাউনের কারণে হোটেল রেস্তোঁরা বন্ধ থাকায় হাসপাতালে আগত রোগী এবং
রোগীর এটেনডেন্টদের জন্য এ ফ্রি ইফতার ও সেহেরী অত্যন্ত যুগোপযোগী সময়ের শ্রেষ্ঠ কাজ বলে আমার প্রতিয়মান হয়। যদি এই ভাবে সমাজের বিত্তশালীরা এগিয়ে আসেন তাহলে বাংলাদেশে কেউ আর না খেয়ে থাকবেনা।