সোমবার-২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ-১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ-১৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন চাইলো ৫শ কোটি টাকা বরাদ্দ

সারাদেশের ৩শ ২৯টি পৌরসভার মধ্যে ৭০ শতাংশ পৌরসভায় দীর্ঘদিন ধরে চলে আসা আর্থিক সংকট আরও প্রকট আকার ধারণ করেছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে।

করোনাকালীন এখন সব ধরনের রাজস্ব আদায় বন্ধ থাকায় শতভাগ বেতন-ভাতা প্রদানে সরকারের কাছে ৫শ কোটি টাকা বরাদ্দ চেয়েছে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন।

১৮ এপ্রিল (রবিবার) এক বিবৃতিতে পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ দাবি করা হয়েছে।

সারাদেশের ৩শ ২৯টি পৌর সভার বর্তমানে প্রায় ৩৫ হাজার কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। জনপ্রতিনিধিসহ তাদের মাসিক বেতন-ভাতা আসে প্রায় ৭৫ কোটি টাকা।

পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নিজস্ব আয় থেকে পরিশোধ করার নিয়ম থাকলেও অধিকাংশ পৌরসভার রাজস্ব আয়ের ক্ষেত্র না থাকায় এবং

রাজনৈতিক কারণে অযোগ্য জনপদকে পৌরসভায় রূপান্তরিত করায় কাক্সিক্ষত সেবা দেওয়ার পরে পর্যাপ্ত অর্থ না থাকার ফলে বেতন-ভাতা পরিশোধ করতে পারে না পৌর কর্তৃপক্ষ। এ ব্যাপারে তারা সরকারের যথাযথ পদক্ষেপ প্রত্যাশা করেছেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype