
চট্টগ্রাম নগরির পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকাস্থ বীর মুক্তিযোদ্ধা এজাহার মিয়া ফাউন্ডেশন ৭ নং ওয়ার্ডস্থ নিজস্ব কার্যালয়ে
গত ১৫ এপ্রিল থেকে আজ ১৭ এপ্রিল পর্যন্ত তিন দিনব্যাপি নিম্ন বিত্ত, মধ্যবিত্ত, দিনমজুর ও কর্মহীন প্রায় ৭৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বীর মুক্তিযোদ্ধা এজাহার মিয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রতিবছর ফাউন্ডেশনের পক্ষ থেকে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় এ করোনা কালীন সময়ে আজ তা বাস্তবায়ন করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা এজাহার মিয়ার সুযোগ্য সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি আবদুর রহমান মিন্টু, সহ-সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম,
সাধারণ সম্পাদক মোহাম্মদ রিজওয়ান খান, সহ- সম্পাদক মোহাম্মদ আবুল বশর, অর্থ সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মইন উদ্দিন খান মিন্টু,
সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসকান্দর, প্রচার সম্পাদক মোহাম্মদ ইউনুচ রুবেল, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুর রহিম,ফাউন্ডেশনের উপদেষ্টা এয়ার মোহাম্মদ ও বিশিষ্ট সমাজ সেবক, রাজনীতিবীদ মোহাম্মদ আলী সহ প্রমুখ।