
ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) মুসলিম ধর্মাবলম্বীদের তাৎপর্যপূর্ণ ‘রমজান’ মাসকে সামনে রেখে শুভেচ্ছা বার্তা দিয়েছে ।
এনিয়ে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে পিএসজি। যেখানে এমবাপ্পে, নেইমার, ইকার্দিসহ ক্লাবে প্রথমসারির ফুটবলাররা রমজানের শুভেচ্ছা জানান।
আর ভিডিওর ক্যাপশনে আরবী ও ফরাসি ভাষায় লেখা রয়েছে, পবিত্র মাহে রমজান উপলক্ষে সমগ্র ইসলামী জাতিকে প্যারিস সেন্ট-জারমেই ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন।
প্যারিস সেন্ট-জার্মেই বিশ্বের সকল মুসলমানদের জানায় ′′ রমজান মোবারক ′′।