শনিবার-৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রাঙ্গুনীয়ায় মুক্তিযোদ্ধা পরিবারে মহতী পূন্যময় অনুষ্ঠান সংঘদান

সঞ্জয় মুন্না : চট্টগ্রামের রাঙ্গুনীয়া বেতাগী গ্রামের বিশিষ্ঠ সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা কনকন প্রসাদ বড়ুয়া, সমর বড়ুয়া পরিবারবর্গ কতৃক আয়োজনে ১১ এপ্রিল (রবিবার) এক মহতী পূন্যময় অনুষ্ঠান অষ্টপরিস্কার, সংঘদান ও জ্ঞাতীভোজন সম্পন্ন হয়।

স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রাক্তন মেম্বার সাজু বড়ুয়ার সঞ্চালনায় পূন্যময় অনুষ্ঠানে উদ্বোধন করেন ভদন্ত ইদ্দিপঞঞা মহাথের ।

এতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিশিষ্ট সমাজ সেবক তাপস বড়ুয়া, বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক সমীরণ চৌধুরী।

বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে উপস্থিত ছিলেন ভদন্ত বিপস্সী মহাথের, ভদন্ত অজিতানন্দ মহাথের সদ্ধর্মতিলক বুদ্ধপ্রিয মহাথের,

ভদন্ত দীপানন্দ থের, ভদন্ত সুখানন্দ থের ও ভদন্ত মহানাম ভিক্ষু ।

এবং পঞ্চশীল প্রার্থনা করেন বিশিষ্ট সমাজ সেবক সলীস্বর বড়ুয়া, ভিক্ষুদের পুষ্প দিয়ে বরণ করেন পরিবারে পক্ষ হতে বীর

মুক্তিযোদ্ধা ডা. সানিক্য প্রসাদ বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা কনকন বড়ুয়া ও সমর বড়ুয়া।

অনুষ্ঠানে বহু পন্ডিত ভিক্ষু সংঘ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype