শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

এলো যে অন্য রকম বৈশাখ

থেমে গেছে সব আয়োজন করোনার ভয়ে। কোথাও নেই উৎসবের ছোঁয়া।

সবাই শঙ্কায় কখন কি হয়? এক চরম অনিশ্চয়তায় কাটছে সময়। এরই মধ্যে এসেছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ২০২৮।

যেখানে পুরো পৃথিবীর মানব জাতি করোনা ভাইরাসের ভয়ে নতুন করে ঘরবন্দি হচ্ছে। সেখানে প্রতিবছরের মতো বৈশাখ বরণ হবে না এবার, এটাই স্বাভাবকি।

তবে নিজেদের মতো ঘরেই একটু আয়োজন তো করাই যায়। এতে করে বাড়ির ছোট বড় সবার মনেই একটু হলেও নববর্ষের আনন্দ ছুঁয়ে যাবে।

যদি ঘরে থাকে, তবে বিশেষ দিনটিতে বৈশাখী রং লাল সাদাসহ মেরুন, ব্রাউন, আলিভ কালারের নতুন পর্দা ব্যবহার করতে পারেন। আর পর্দার মতোই বিছানার চাদর, কুশন কভার, সোফা ম্যাট, টেবিল ক্লথ, টেবিল রানার রাখতে পারেন লাল-সাদায়।

মাটির থালা, বাটি, গ্লাস, মগ, জগ ইত্যাদি দিয়ে সাজাতে পারেন খাবার টেবিলটিকে। টেবিলের মাঝখানে মাটির ফুলদানিতে রেখে দিতে পারেন কিছু তাজা ফুল।

এবার রান্নার পালা। তেমন বড় আয়োজন না করে দু’চার রকম ভর্তা বানিয়ে নিন। সঙ্গে ডিম ভাজি আর পোঁয়াজ-মরিচ। ঘরে আগের ইলিশ মাছ থাকলে ভেজে টেবিলে সাজিয়ে দিতে পারেন। সঙ্গে রাতের পানি দেওয়া পান্তা ভাত।

আগের বছরগুলোতে পহেলা বৈশাখের পোশাক রয়েছে নিশ্চয়। সেখান থেকেই বেছে পরে নিন পছন্দেরটি। পরিবারের ছোটদেরও সাজিয়ে দিন বৈশাখী সাজে।

বাইরে বের হচ্ছেন না, তারপরও সাজটা হোক বৈশাখী। অল্প সময়ে কীভাবে মেকআপ করবেন? প্রথমে মুখে ময়েশ্চারাইজার মাখার পর ম্যাট পাউডার লাগিয়ে মুখের চকচকে ভাবটা ঢেকে দিন। চোখের নিচের পাতায় কাজল পরুন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype