মাত্র কয়েক সেকেন্ডের এই ভিডিওতে একবার আনুশকা বিরাট কোহলিকে পেছন থেকে জাপটে ধরে তুললেন। নিজেরই বিশ্বাস হলো না যে তিনি ভারতীয় ক্রিকেট দলের এই অধিনায়ককে তুলে ধরেছেন। তারপর নিজেকে বিশ্বাস করানোর জন্যই আবারও উঁচু করলেন কোহলিকে। তার আগে বলে নিলেন, ‘তুমি কিন্তু নিজে নিজে উঁচু হবা না। নিজেকে তোলার চেষ্টা করবা না। আমি নিজেই তোমাকে তুলতে পারব। (কোহলিও মাথা নাড়িয়ে সায় দিয়েছেন যে তিনি নিজে থেকে কোনো সাহায্য করবেন না)।’ বলেই ভারতীয় ক্রিকেট অধিনায়ককে তুলে ফেললেন এই বলিউড তারকা। এভাবেই নিজের শক্তির পরিচয় দিলেন সদ্য মা হওয়া এই অভিনেত্রী।