
ডেস্ক রিপোর্ট
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে শ্রীলংকান কর্তৃপক্ষ জানায়, ভারতে প্রস্তুতকৃত রাশিয়ার উদ্ভাবিত স্পুটনিক-৫ টিকার ১ কোটি ৩৫ লাখ ডোজ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
চীনের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা সিনোভ্যাক উপহার দেওয়া হয়েছিলো শ্রীলংকাকে। ইতোমধ্যে দেশটিতে আরও বড় একটি টিকার চালান অনুদান হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছে বেইজিং। তবে চীনের এই টিকা রেখে রাশিয়ার উদ্ভাবিত স্পুটনিক-৫ টিকার দিকে ঝুঁকছে শ্রীলংকা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস।
এর আগে গত মাসে, স্পুটনিক টিকার ৭০ লাখ ডোজ কেনার অর্ডার দিয়েছিলো শ্রীলংকা। বিনিময়ে তাদের প্রায় ৭ কোটি ডলার গুনতে হয়েছে।
ডোজ কেনার পাশাপাশি ভারত ও চীন থেকে অনুদান হিসেবেও টিকার ডোজ পেয়েছে শ্রীলংকা। জানুয়ারিতে ৫ লাখ ডোজ দিয়েছে ভারত। আর মার্চে চীন দিয়েছে ৬ লাখ ডোজ। কিন্তু চীনের তৈরি সিনোভ্যাক টিকা নিয়ে শ্রীলংকান স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ দেখা দেওয়ায় ভারত ও রাশিয়ার উদ্ভাবিত করোনা টিকার দিকে মনযোগ দিয়েছে শ্রীলংকান কর্ত্রৃপক্ষ।