সোমবার-১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

লকডাউনে বেচাকেনা বেড়েছে

লকডাউনে বেচাকেনা বেড়েছে
লকডাউনে বেচাকেনা বেড়েছে

লকডাউন ঘোষণার পর থেকে বাজারে বেচাকেনা বেড়েছে বলে জানায় ব্যবসায়ীরা। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় আগামী ৫ এপ্রিল (সোমবার) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার।

তারা বলছেন, এক সপ্তাহের জন্য বাড়তি বাজার করছেন ক্রেতারা। ৩ এপ্রিল (শনিবার) রাত ৮টার দিকে রাজধানীর মিরপুর-২ নম্বর কাঁচা বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

মিরপুর-১০ নম্বরের বাসিন্দা আব্দুল মালেক বলেন, আমরা ক্রেতারাই ভালো না। লকডাউন ঘোষণা পাওয়ার পর থেকেই আমরা হুমরি খেয়ে পড়েছি বাজারে।

যারাই বাজারে আসছেন তারা সবাই স্বাভাবিকের তুলনায় বেশি বেশি করে বাজার করছেন।

প্রয়োজনের তুলনায় বেশি বেশি বাজার করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছি আমরা। আমি এক পাল্লা আলু (৫ কেজি), ৫ কেজি পেঁয়াজ ও এক বস্তা চাউল কিনেছি।

তিনি বলেন, পরিবারের জন্য একটু বেশি বাজার সদাই করেছি। তিনি পাশের ক্রেতাকে উদ্দেশ্য করে বলেন, ‘ওই দেখেন মানুষ কিভাবে কেনাকাটা করছে।

একসঙ্গে তিন পাল্লা পেঁয়াজ কিনছেন। একসঙ্গে এতো পেঁয়াজ কেনার কি প্রয়োজন? এসব কারণেই তো বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পায়। ’

মিরপুর-২ নাম্বার কাঁচা বাজারের সবজি বিক্রেতা আব্দুল ওহাব বলেন, অন্যান্য দিনের তুলনায় বিকেল বেলা থেকেই বাজারে ক্রেতাদের ভিড় লক্ষ্য করছি। ছুটির দিন ছাড়া অন্য কোনো দিন এই সময়ে কখনো বাজারে ভিড় হতে দেখিনি।

একই বাজারের ভাই ভাই শরীয়তপুর জেনারেল স্টোরের মালিক শাহাজুল ইসলাম বলেন, আমি লকডাউনের কথা জানতাম না। দুপুরবেলা দেখি হঠাৎ করে বাজারে ক্রেতাদের আনাগোনা বেড়ে যায়।

তাদের কাছ থেকেই জানতে পারি এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার। ছুটির দিন ছাড়া অন্যদিনের তুলনায় স্বাভাবিকের থেকে বেশি বিক্রি হচ্ছে। এখন পর্যন্ত পণ্যের দাম তেমন বাড়েনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype