
সোমবার থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ৩ এপ্রিল (শনিবার) গণমাধ্যমকে এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, `সোমবার থেকে সারাদেশে লকডাউন দেওয়ায় যাত্রীবাহী ট্রেন সেবাও স্থগিত থাকবে। তবে মালবাহী ট্রেনের চলাচল অব্যাহত থাকবে।’
করোনাভাইরাসের সংক্রমণ হু হু করে বাড়তে থাকায় আগামী সোমবার থেকে সারাদেশে এক সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত বছরও লকাডাউনের কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল যাত্রীবাহী ট্রেন চলাচল।
লকডাউনের কারণে দেশের অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলও সোমবার থেকে বন্ধ থাকবে। আজ শনিবার আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (কাব) চেয়ারম্যান এয়ার-ভাইস মার্শাল এম মফিদুর রহমান।
তিনি জানান, তবে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল অব্যাহত থাকবে। সরকারের লকডাউন বিধির ওপর ভিত্তি করে বিমান কর্তৃপক্ষ একটি নোটিশ জারি করবে।