শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

আজ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র `যৈবতী কন্যার মন’র মুক্তি

আজ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র `যৈবতী কন্যার মন'র মুক্তি
আজ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র `যৈবতী কন্যার মন’র মুক্তি

আজ বহু আলোচনা, সমালোচনা এবং সংশয়ের অবসান ঘটিয়ে মুক্তি পেতে যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “যৈবতী কন্যার মন”।

নাট্যাচার্য সেলিম আল-দীন এর বিখ্যাত কথানাটক এই “যৈবতী কন্যার মন”কে বড় পর্দার জন্য চলচ্চিত্র বিন্যাস, চিত্রনাট্য এবং

পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত পরিচালক নারগিস আক্তার।

বেশ কয়েক বছর আগে নারগিস আক্তার এই চলচ্চিত্রটি নির্মাণের জন্য সরকারি অনুদান পান।

কিন্তু বিভিন্ন প্রতিকূলতার মাঝে নারগিস আক্তারের চলচ্চিত্রটি নির্মাণের কাজ শেষ করতে বেশ সময় লেগে যায়।

অবশেষে, এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সার্বিক সহযোগিতায় নারগিস আক্তার চলচ্চিত্রটি গত বছর সম্পন্ন করতে পারেন।

যথারীতি গত বছর মার্চ মাসে চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার সার্বিক প্রস্তুতি তিনি নিলেও করোনার জন্য সব কিছু লকডাউন হয়ে যায়। ফলে, এই এক বছর চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হয়নি।

এই করোনাকালীন সময় নারগিস আক্তার পুনরায় শুক্রবার (২ এপ্রিল) মোট ৮টি হলে চলচ্চিত্রটি মুক্তি দিয়েছেন।

হলগুলো হল ঢাকার যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, স্টার সিনেপ্লেক্স এবং শ্যামলী সিনেমা আর

ঢাকার বাইরে খুলনার সঙ্গীতা, মানিকগঞ্জের নবীন, মধুপুরের মাধবী, পাবনার রুপকথা এবং নাগরপুরের রাজিয়া।

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে হলে আসার আমন্ত্রন জানিয়েছেন ছবির প্রযোজক নারগিস আক্তার এবং সহযোগী প্রযোজক ডঃ মাহফুজুর রাহমান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype