

এখন থেকে টেস্ট খেলতে পারবেন বাংলাদেশের নারী ক্রিকেট দল। আইসিসির কর্তৃক দেশের নারী দলকে টেস্ট স্ট্যাটাস দেওয়া হয়েছে।
২ এপ্রিল (শুক্রবার) এক বিজ্ঞপ্তিতে আইসিসি এ কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ড সভায় আইসিসির পূর্ণাঙ্গ নারী দল সদস্যদের ওয়ানডে এবং টেস্ট স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বাংলাদেশ এখন থেকে টেস্ট খেলতে পারবে।
এর আগে টেস্ট খেলেছে ১০টি নারী দল। মূল দল হিসেবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা খেলত। এর পাশাপাশি আইসিসির সহযোগী দেশ হিসেবে টেস্ট খেলেছে নেদারল্যান্ড এবং আয়ারল্যান্ড নারী দল।
বাংলাদেশ নারী দল ছাড়াও আফগানিস্তান নারী দল এবং জিম্বাবুয়ে নারী দলকে টেস্ট স্ট্যাটাস দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত দেয় আইসিসি।