শুক্রবার-৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ইউপি নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করল ইসি

ডেক্স রিপোর্ট

করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় আগামী ১১ এপ্রিল অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) ও লক্ষ্মীপুর–২ সংসদীয় আসনের উপনির্বাচনসহ সব নির্বাচন স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের ৭৮তম সভা শুরু হয়। সভায় ইউপি নির্বাচনের বিষয়টি এজেন্ডাভুক্ত না হলেও বিবিধ এজেন্ডা হিসেবে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি এ সভা থেকেই আসবে বলে কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে।

আজকের বৈঠকে মূলত তিনটি এজেন্ডা রয়েছে, এগুলো হলো—শূন্য হওয়া সিলেট-৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠান; নিবন্ধিত রাজনৈতিক দল কর্তৃক নিবন্ধনের শর্তাদি প্রতিপালন সংক্রান্ত ও দ্বৈত ভোটার হওয়ার কারণে মামলা দায়ের এবং দ্বৈত ভোটার রোধকল্পে সুপারিশমালা প্রণয়ন সংক্রান্ত।

কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, আজকের বৈঠকটির নোটিশ আগেই প্রস্তুত হওয়ার কারণে ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়টি এজেন্ডাভুক্ত হয়নি। তবে ২৯ মার্চ করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় সরকার ১৮ দফা নির্দেশনা জারির পরপরই কমিশন এক অনির্ধারিত বৈঠকে বসে। বৈঠক সূত্র জানায়, দেশে করোনা সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষিতে ওই বৈঠকে ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিতের বিষয়ে আলোচনা হয়।

১১ এপ্রিল প্রথম ধাপে ৩৭১টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন, লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচন হওয়ার কথা ছিল। এছাড়া ষষ্ঠ ধাপে ১১টি পৌরসভায় নির্বাচন হওয়ার কথা ছিল। করোনার সংক্রমণ ক্রমাগত বাড়তে থাকায়

বৃহস্পতিবার ইসির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ভোট স্থগিত থাকবে। বৈঠক শেষে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ তথ্য জানান।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype