শনিবার-২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ-৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ-৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ছবি কথা বলে । দায়িত্ব ও কর্তব্য

নিজস্ব প্রতিবেদক

একটি শিশু তার দায়িত্ব পালন করতে গিযে বুঝিয়ে দিল সে পারে কাজ করতে । কাজটি হলো বাড়ি থেকে সে হেটে তার বাবার জন্য ভাত নিয়ে যাবে বাবার দোকানে । কারন তার বাবা দুপুুরে ভাত খাবে । সে তার মাকে সাহায্য করে এ বয়সে । লেখা পড়া শেষ করে খেলাধুলা তারপর বাবার প্রতি তার দায়িত্ব পালন করতে ছুটে চলেছে হাতে টিফিন ক্যারিয়ার হাতে । সত্যিই দায়িত্ববান এক শিশু । যদি আমাদের যার যার দায়িত্ব সঠিক ভাবে পালন করি তাহলে অনেক কঠিন কাজ সহজ হয়ে যাবে । এই শিশুটির থেকে শিক্ষা নিতে পারি ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype