শুক্রবার-৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই আহত তিন

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই আহত তিন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

২২ মার্চ (সোমবার) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের বিবিরহাট বাজারে এমকেটেক নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

ফটিকছড়ি থানার ওসি রবিউল হাসান জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম যাচ্ছিল।

সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের বিবিরহাটবাজারে এমকেটেক নামক স্থানে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে ওই অটোরিকশার সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত হন তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype