
রতন বড়ুয়া
রাউজান উপজেলার আবুরখীল গ্রামের কৃতি সন্তান আবুরখীল অমিতাভ উচ্চবিদ্যালয় পরিচালনা পরিষদের প্রাক্তন সভাপতি সমাজ সেবক প্রয়াত শক্তি বিকাশ বড়ুয়ার স্মরন সভা আজ ২০ মার্চ শনিবার বিকাল তিনটায় আবুরখীল কেন্দ্রিয় বিহারে অনুষ্ঠিত হবে।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদক প্রাপ্ত ড. বিকিরন প্রসাদ বড়ুয়া। বঙ্গবন্ধু গবেষনা সংসদের প্রফেসর ডাক্তার উত্তম বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথির আসন গ্রহন করবেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মুজিবুল হক চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদক প্রাপ্ত ড.হরিশংকর জলদাশ।
বিশেষ অতিথির আসন গ্রহন করবেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল ও বাংলাদেশ বৌদ্ধ সমিতির সিনিয়র সহসভাপতি লায়ন আদর্শ কুমার বড়ুয়া।