নিজস্ব প্রতিবেদক
ইয়ং স্টার ক্লাব কর্তৃক পরিচালিত শাস্ত্রীয় সংগীত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১২ মার্চ (শুক্রবার) ক্লাব সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি ধীমান খীসা।
প্রধান অতিথি ছিলেন কুজন্দ্র লাল ত্রিপুরা এমপি, চেয়ারম্যান (প্রতিমন্ত্রী), ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, খগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মঙ্গল চাকমা (সুদর্শী), খাগড়াছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর অতীশ চাকমা, বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রের সংগীত পরিচালক টিটু বড়ুয়া।