মঙ্গলবার-১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সংযুক্ত আরব আমিরাতে উদ্বোধন হলো দোয়া ট্রাভেলস।

 

আরব আমিরাত এর আজমান শহরের প্রাণকেন্দ্র – লুলু মার্কেটের বিপরীত পাশে দোয়া টাইপিং এর পাশাপাশি ৭ মার্চ শুরু হলো দোয়া ট্রাভেলস এর যাত্রা । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোয়া ট্রাভেলস এর কর্ণধার ইমরান আহমেদ , দোয়া গ্রুপের স্পন্সর আহমেদ সাঈদ আহমেদ শেহজাবী আলমেহরি, দোয়া গ্রুপের সদস্য আশিক নিহাদ, সাজ্জাদ ,সাদেক হোসেন , জামানুর রহমান, হৃদয় , মোনতাকিম, রাকিন , শাহারিয়া , জাবেদ , সাকিব ও মাসুদ দোয়া’র সকল শুভাকাঙ্ক্ষী প্রমুখ । দোয়া ট্রাভেলস এর মাধ্যমে যেন বাংলাদেশীরা উপকৃত হয় এবং সর্বোচ্চ সেবাটুকু পায় এটাই দোয়া গ্রুপের প্রধান লক্ষ্য।
উল্লেখ্য দোয়া ট্রাভেলস এর স্বত্বাধিকারী ইমরান আহমেদ ইতিমধ্যে আরব আমিরাতের আজমান শহরে ২৯ বছরের পুরানো পিতার গড়ে তুলা দোয়া টাইপিং এর কার্যক্রম সুনামের সাথেই করে যাচ্ছেন দীর্ঘ ১৮ বছর যাবত । এই সময়ের মধ্যে পুরো ইমারাত ব্যাপী বাঙ্গালী সহ সকল দেশের মানুষের নিকট তিনি অনেক পরিচিত এবং শ্রদ্ধাভাজন হয়ে উঠেছেন । বিভিন্ন সময় বাংলাদেশ সরকারের বিভিন্ন উচ্চপর্যায়ের নেত্রীবৃন্দ এবং বাংলাদেশী বিভিন্ন শিল্পগোষ্ঠী , তারকা প্রমুখ দোয়া টাইপিং ভ্রমন করেছেন । তার এই পথচলাই ছিল সর্বদা গ্রাহকের প্রতি আন্তরিকতা এবং বিশ্বস্ততা । দোয়া ট্রাভেলস আমিরাত কার্য্যালয়
লুলু সেন্টারের পশ্চিম পার্শ্বে , ইন্ডিয়ান এসোসিয়েশনের পাশে , আল রাশিদিয়া ৩ , আজমান , আরব ইমারাত, মোবাইল +৯৭১৫০৯৯০৯০৭৭, +৯৭১৫৪৫২৬৭৮৩৮। এবং
বাংলাদেশে কার্য্যালয় প্যারেড মাঠের উত্তর পার্শ্বে , কেয়ারীর পিছনে , দোয়া জেন্টস সেলুনের ২য় তলায়, চকবাজার , চট্টগ্রামে অবস্থিত ।মোবাইল ০১৮৮৮৮৮৮৮৮২।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype