মঙ্গলবার-১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রামগড়ে শান্তকরণ কর্মসূচীর আওতায় অসহায়দের পাশে ৪৩ বিজিবি

 রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতাঃ

খাগড়াছড়ির রামগড়ে শান্তকরণ কর্মসূচীর আওতায় গরীব ও অসহায়দের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদানের মাধ্যেমে পাশে দাড়িয়েছেন ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। দুপুরে জেলার রামগড়ে বিজিবি’র জোন সদর দপ্তেরে গরীব ও অসহায়দের মাঝে এসব ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেন জোন অধিনায়ক লে. কর্ণেল মোঃ আনোয়ারুল মাযহার। এসময় জোন অধিনায়ক বলেন, পর্যায়ক্রমে দুর্গম এলাকায় নিরাপদ পানির জন্য টিউবওয়েল স্থাপন, মসজিদ-মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয় সংস্কারে সহায়তাসহ খেলাধুলা সরঞ্জাম বিতরণ করার উদ্যোগ নিয়েছে ৪৩ বিজিবি। বিজিবি কর্তৃপক্ষ এ প্রতিনিধিকে জানায়, রামগড় জোন আওধীন বিভিন্ন এলাকার অসহায়, হতদরিদ্র প্রায় ২৮ জন পাহাড়ী-বাঙ্গালীকে বিজিবি’র পক্ষ হতে শান্তকরণ কর্মসূচীর আওতায় ৮ বান্ডেল ঢেউটিন ও প্রায় ১লক্ষ টাকার নগদ অর্থ প্রদান করা হয়েছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এসময় স্থানীয় গণ্যনাম্য ব্যক্তিবর্গ,স্থানীয় সংবাদকর্মী ও পদস্থ বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype