মঙ্গলবার-১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগৎ কল্যাণের জন্য শিব রাত্রিব্রতের আয়োজন

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের প্রর্বতকস্থ সুগন্ধা ১ নং রোডে জগৎ কল্যাণের জন্য শিব মন্দির নতুন আঙ্গিকে প্রতিষ্ঠিত হয়। ১১ মার্চ শিবরাত্রির চর্তুদশী দিন উক্ত মন্দির শিব রাত্রিব্রতের আয়োজন করা হয়। দিনব্যাপী শিবরাত্রি ব্রতের জন্য মাঙ্গলিক কর্মসূচী, শিব স্নান , শিব পূজা করা হয়।ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত ছিল মন্দির প্রাঙ্গন।  ১২ মার্চ শিবরাত্রি ব্রত পারণ এর ব্যবস্থা করা হয় সকলকে সাদরে আমন্ত্রণ জানান হয়।  শিব মন্দিরের প্রধান পুরোহিত পন্ডিত শ্রী অরুপ চক্রবর্ত্তীর পুজো পরিচালনায় এবং চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক ও মন্দির পরিচালনা পরিষদের সভাপতি সুভাষ মল্লিক সবুজের সভাপতিত্তে এবং তরুন সমাজসেবক মন্টি চৌধুরীর পরিচালনায় শিব রাত্রি বতের পুজো,শিব স্নান, এবং দুই হাজার ভক্তবৃন্ধের জন্য অন্নপ্রসাদের আয়োজন করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype