
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
মানিকছড়ি উপজেলায় ১২মার্চ শুক্রবার দিনব্যাপী মানিকছড়ি সদরে সমিল টিলাস্থ শ্রী শ্রী তাপসানন্দ মঠ ও মিশন মাঠ প্রাঙ্গনে মহা শিবরাত্রি উপলক্ষে অালোচনা সভা ও গীতাযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,আনোয়ারা ব্রহ্ম মঠ মিশন চট্টগ্রাম প্রধান তাপসা নন্দ গিরি,ভোলা নন্দ গিরি,তাপস সাধু,রাংগুনীয়া অনন্তধাম অাশ্রম কবিয়াল ও গীতাপাঠক প্রবোদ বসাক,মাষ্টার স্বপন কুমার দে,বিভিন্ন মঠ ও মিশনের সন্ন্যাসী বৃন্দ।শুভ অনুষ্ঠানের মধ্যে ছিলেন,শিব গীতাপাঠ,ব্রহ্মযজ্ঞের শুভ অধিবাস কীত্তর্ন,শ্রী শ্রী ঠাকুরের শীতল ভোগ শ্রী শিব পুরানোক্ত আলোচনা সভা,শীশী ঠাকুরের রাজভোগ প্রসাদ আস্বাদন,মহতী ধর্মীয় আলোচনা সভা,অমাবশ্যা পূজা ও কীর্তন এবং শান্তি বাণী পাঠের মাধ্যমে অনুষ্ঠান পরিসমাপ্ত হয়।