রবিবার-১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মুজিববর্ষ উপলক্ষে শেখ মুজিব ম্যারাথন,লাল সবুজে রাউজান

রতন বড়ুয়া 

চট্টগ্রামের রাউজান উপজেলায় ০৬ মার্চ শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন-২০২১’ অনুষ্ঠিত হয়েছে।চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের রাউজান উপজেলার প্রবেশদ্বার ছত্তারঘাটের হালদা সেতু থেকে এই ম্যারাথন উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।এসময় সবাই লাল-সবুজের শাড়ি ও টি-শার্ট পরিহিত হাজার-হাজার নারী-পুরুষের অংশগ্রহণে এই ম্যারাথন ১০ কিলোমিটার পথ অতিক্রম করে জলিল নগর বাস স্টেশনে পৌঁছার পর সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে সমাপ্তি হয়।
উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল,ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, তরুন সমাজ সংস্কারক ফারাজ করিম চৌধুরী,পৌরসভার মেয়র মোঃ জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম।উক্ত পথসভায় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, পৌরসভার সকল কমিশনার, ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কুুল – কলেজের শিক্ষকমণ্ডলী, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এই ম্যারাথনে উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype