
সঞ্জয় বড়ুয়া মুন্না, রাউজান প্রতিনিধি
সম্প্রতি অনুষ্ঠিত ২৪তম মহামান্য মহাসংঘনায়ক একুশেপদক প্রাপ্ত মহাসদ্ধর্মভানক বিশুদ্ধানন্দ মহাথের ১১২তম শুভ জম্ম বার্ষিকী ও ২৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ঐতিহ্যবাহী সুদর্শন মহাবিহার- অগ্রসার মহা-কমপ্লেক্স এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, গণপ্রজাতন্ত্ৰী বাংলাদেশ সরকারের মহান একুশে পদক প্রাপ্ত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ ভিক্ষু ব্যক্তিত্ব, বাংলার নৰঅতীশ, বিশ্ববরেণ্য ২৪তম মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্যভাণক বিদ্ধানন্দ মহাথের’র ১১২তম জন্মবার্ষিক ও২৬তম মহাপ্রয়াণ দিবসকে কেন্দ্র করে বৃহত্তর হোয়রাপাড়া গ্রামবাসীর উদ্যোগে বাংলাদেশবৌদ্ধ ভিক্ষু মহাসভার ভিক্ষুসংঘের সমন্বয়ে সর্বপ্রথম এবং পুণ্য তীর্থভূমি হোয়ারাপাড়া গ্রামে প্রথমবারের মত মহাকারুণিক তথাগত বুদ্ধ ভাষিত অভিধর্ম পিটকের “পূর্ণাঙ্গ পদ্ঠান” অবিরতভাবে ৮(আট) দিনব্যাপী পাঠ করার মাধ্যমে ২ মার্চ সমাপনী দিন উপলক্ষে সকালবেলায় প্রয়াত বিশুদ্ধানন্দ মহাথেরর শ্মশান বেদিতে পুষ্পমাল্য প্রদান , সংঘদান , জ্ঞাতীভোজন এবং বিকেলবেলা একক সদ্ধর্মদেশনা প্রদান করেন খৈয়াখালী ধম্মাবিজয়ারাম বিহারের প্রতিষ্ঠাতা বিহারাধ্যক্ষ ভদন্ত উ. পঞ্ঞাচক্ক মহাথের ।
অগ্রসার মেমেরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব ভদন্ত সুমিত্তানন্দ থেরর নেতৃত্বে উক্ত অনুষ্ঠান পরিচালিত হয় উক্ত পুণ্যানুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপ-সংঘনায়ক রতনশ্রী মহাথের,সহ-উপসংঘনায়ক জীবনানন্দ মহাথের ও আনন্দমিত্র মহাথের, সদ্ধর্মজ্যাতি সুনন্দ মহাথের, উৰ্দ্ধতন সহ-সভাপতি জ্ঞানানন্দ মহাথের, অধ্যাপক সুমেধানন্দ মহাথের, ড. প্রিয়দশী মহাথের , ভদন্ত সংঘানন্দ থের , ভদন্ত পুর্নানন্দ থের শিক্ষক সমিরন বিকাশ বড়ুয়া , প্রধান শিক্ষক রনজিত কুমার বড়ুয়া। যাদের অক্লান্ত পরিশ্রমে উক্ত অনুষ্ঠান সার্থক রূপ লাভ করে তরুন সমাজ সেবক সৌম্যম বড়ুয়া(বাপুন) নয়ন বড়ুয়া,পুলক বড়ুয়া, বিপস্সী বড়ুয়া, দেবপ্রিয় বড়ুয়া(সাহেব), রনি বড়ুয়া(১), মনতোষ বড়ুয়া, রনি বড়ুয়া(২), জিকু বড়ুয়া, পনি বড়ুয়া সহ আরো অনেকে । ২৩ ফেব্রুয়ারী থেকে ২ মার্চ আট দিন ব্যাপী অভিধর্ম পিটকের “পূর্ণাঙ্গ পটঠান” অবিরতভাবে পাঠ অনুষ্ঠানে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২১ জন ভিক্ষু সংঘের অংশগ্রহণে পাটঠান পাঠ করা হয়। উক্ত অনুষ্ঠানে পট্ঠান পাঠ কারী সকল ভিক্ষু সংঘকে সম্মাননা স্মারক প্রদান করেন।