- জামান হোটেল’র কর্ণধার নুরুজ্জামানের মৃত্যুতে সাবেক সাংসদ গিয়াসউদ্দিন কাদেরের শোক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামান হোটেল এর কর্ণধার ও সমাজ সেবক মোঃ নুরুজ্জামান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান ও রাউজান – রাঙ্গুনীয়ার সাবেক সাংসদ আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ।
প্রদত্ত শোক বার্তায় তিনি বলেন ” রুচিশীল পরিবেশে মানসম্মত খাবার পরিবেশন এবং চট্টগ্রামের হোটেল ব্যবসা কে প্রাতিষ্ঠানিক রূপ দিতে মরহুম নুরুজ্জামানের ভূমিকা অবিস্মরণীয় । সমাজসেবক ও চট্টগ্রামের হোটেল ব্যবসার পথিকৃৎ নুরুজ্জামানের নাম তার স্বীয় কর্মগুণে চট্টগ্রামবাসীর নিকট আজীবন শ্রদ্ধার সাথে উচ্চারিত হবে । মহান আল্লাহ্ তাকে জান্নাতের সুউচ্চ আসনে অধিষ্ঠিত করুক এবং তার পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুক ।
উল্লেখ্য বৃহত্তর চট্টগ্রামবাসীর কাছে ঐতিহ্যবাহী জামান হোটেলের সুনাম যুগ যুগ ধরে বহমান ।