ক্রিড়া ডেস্ক : বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্প তারপরও প্রথমার্ধে এলোমেলো দেখাগেলো, ছিলোনা আক্রমনে তেমন ধার। তবে দ্বিতীয়ার্ধে দুরন্তরূপেই দেখা মিলল কাতালানদের। যেখানে জোড়া গোল করলেন লিওনেল মেসি।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) লা লিগায় এলচেকে ৩-০ গোলে জয়ে ফিরেছে বার্সা। এই জয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বরেই আছে মেসিরা। তবে ব্যবধান কমিয়েছে রিয়ালের থেকে। ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল, ২ পয়েন্ট কমে তিনে বার্সেলোনা। ২৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ।
ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত বার্সা। তবে ফ্রান্সিসকো ত্রিনকাওয়ের শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। তিন মিনিট পর এলচের সুযোগটি ছিল আরো সহজ। কিন্তু ১০ গজ দূর থেকে উড়িয়ে মারেন অরক্ষিত লুকাস বোয়ে।
প্রথমার্ধে প্রায় ৭০ শতাংশ সময় বল দখলে রেখেছিল বার্সা। কিন্তু গোলের দেখাই মিলছিল না। গোল আসতে শুরু করে দ্বিতীয়ার্ধ থেকে।
৪৮ মিনিটে বার্সাকে লিড এনে দেন মেসি। সতীর্থের ব্যাকহিলে ফিরতি পাসে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন অধিনায়ক। ৬৮ মিনিটে মেসির দ্বিতীয় গোল। ডি ইয়ংয়ের অসাধারণ কাটব্যাক থেকে দু’জনকে ডস দিয়ে গোল করেন মেসি। বার্সার স্কোর ২-০।
দুই গোলে লা লিগায় সবার উপরে মেসি। সুয়ারেজকে ছাড়িয়ে মেসির গোল হলো ১৭টি। সুয়ারেজের গোল ১৫টি।
বার্সা তৃতীয় গোলের দেখা পায় ৭৩ মিনিটে। মেসির ক্রসে ব্রাথওয়েটের দারুণ হেড। সেখান থেকে বা পায়ের শটে এলচের জাল কাপান জর্ডি অ্যালবা (৩-০)। শেষের দিকে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন গ্রিজম্যান। সুযোগও পেয়েছিলেন, কিন্তু স্কোরশিট সমৃদ্ধ হয়নি।